ঢাকা | বঙ্গাব্দ

পিটিআই তথ্য সচিবের ওপর ট্রান্সজেন্ডারের হামলা

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, একটি বেসরকারি টিভি চ্যানেলের অফিসের বাইরে হাসানকে ব্লেড দিয়ে হামলা করা হয়েছে।
  • | ২১ মে, ২০২৪
পিটিআই তথ্য সচিবের ওপর ট্রান্সজেন্ডারের হামলা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কেন্দ্রীয় তথ্য সচিব রওফ হাসান

ইসলামাবাদে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কেন্দ্রীয় তথ্য সচিব রওফ হাসানের ওপর ব্লেড দিয়ে হামলা করেছেন একজন ট্রান্সজেন্ডার। এরপর তার সঙ্গে আরও তিনজন যোগ দিয়ে রওফ হাসানকে মারধর করতে পিটিআই প্রকাশিত ভিডিওতে দেখা যায়। এতে গালে জখম হয়ে আহত হয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ মে) দেশটির রাজধানীতে একটি বেসরকারি টিভি চ্যানেলের অফিসের বাইরে এই ঘটনা ঘটে। খবর দ্য ডন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটিআই এই ঘটনাকে ‘খুবই লজ্জাজনক এবং নিন্দনীয়!!’ বলে উল্লেখ করেছে।

এই ঘটনার ভিডিও ফুটেজ এক্সে শেয়ার করেছে দলটি। এতে দেখা যায়, হাসানের মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছে এবং তার সঙ্গে কলামিস্ট শহীদ মাসুদকে দেখা যায়।

একটি বেসরকারি মিডিয়া চ্যানেলের অফিসের বাইরে রওফ হাসানের ওপর আক্রমণ করা হয়েছে জানিয়ে পিটিআই বলছে, ‘সহিংসতার এই নিন্দনীয় কাজটি বাকস্বাধীনতা, গণতন্ত্র এবং আইনের শাসনের ওপর আক্রমণ। এই ধরনের লজ্জাজনক কৌশলে রওফ হাসান বা পিটিআইকে তার উদ্দেশ্য থেকে বিরত রাখতে পারবে না। আমাদের ভয় দেখানো বা স্তব্ধ করার প্রচেষ্টা শুধুমাত্র ন্যায্য এবং ন্যায়সঙ্গত সমাজের জন্য লড়াইয়ে আমাদের সংকল্পকে শক্তিশালী করবে।’

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, একটি বেসরকারি টিভি চ্যানেলের অফিসের বাইরে হাসানকে ব্লেড দিয়ে হামলা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে হাসানের মুখে ট্রান্সজেন্ডাররা ব্লেড দিয়ে আঘাত করে।

এতে আরও বলা হয়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করছে। যারা এটি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র পুলিশ সুপার হাসান জাহাঙ্গীর ওয়াট্টু বলেন, ঘটনার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং সঠিক সময়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।