ঢাকা | বঙ্গাব্দ

১০ বছর মেয়াদে প্রধানমন্ত্রী ও স্বাধীন পুলিশ কমিশন গঠনে ঐকমত্য

দেশে গণতন্ত্রের বিকাশ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে দুইটি ঐতিহাসিক বিষয়ে একমত হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ জুলাই, ২০২৫
১০ বছর মেয়াদে প্রধানমন্ত্রী ও স্বাধীন পুলিশ কমিশন গঠনে ঐকমত্য ছবি : সংগৃহীত।

দেশে গণতন্ত্রের বিকাশ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে দুইটি ঐতিহাসিক বিষয়ে একমত হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। একটি হলো—একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিধান, আর অন্যটি—পেশাদার ও জবাবদিহিমূলক পুলিশ ব্যবস্থার জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন।


রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে এই দুই প্রস্তাবে ঐকমত্যে পৌঁছায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো।


কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, “আমরা একমত হয়েছি যে কেউ সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এ সংক্রান্ত একটি ধারা সংবিধানে যুক্ত করার বিষয়েও ঐকমত্য হয়েছে।”


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ বলেন, “আমরা পরিষ্কারভাবে বলেছি, ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তবে, সংবিধান সংশোধন ও কমিশন গঠনে যেন রাজনৈতিক হস্তক্ষেপ না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।”


সংলাপে শুরুতেই বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব দেওয়া হয়, যাতে সব দল সম্মতি দেয়।


ড. আলী রীয়াজ বলেন, “পুলিশ কমিশনের প্রয়োজনীয়তা নিয়ে কোনো দল আপত্তি করেনি। গঠন প্রক্রিয়া ও আইনি কাঠামো নিয়ে পরবর্তী আলোচনা হবে। আমরা একটি জনবান্ধব, নিরপেক্ষ ও কার্যকর পুলিশ বাহিনী গঠন করতে চাই।”


কমিশনের খসড়া প্রস্তাবনায় বলা হয়, এই কমিশনের অধীনে পুলিশ বাহিনীকে শৃঙ্খলিত, দক্ষ ও আইনানুগভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে পুলিশ সদস্য এবং সাধারণ নাগরিক—উভয়ের অভিযোগ নিষ্পত্তির এখতিয়ারও থাকবে এই কমিশনের অধীনে।


thebgbd.com/NA