ঢাকা | বঙ্গাব্দ

চারদিন ধরে বিচ্ছিন্ন সেন্ট মার্টিন, তীব্র পণ্যের সংকটে দ্বীপবাসী

লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে সাগর উত্তাল থাকায় টানা চারদিন ধরে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ জুলাই, ২০২৫
চারদিন ধরে বিচ্ছিন্ন সেন্ট মার্টিন, তীব্র পণ্যের সংকটে দ্বীপবাসী ছবি : সংগৃহীত।

লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে সাগর উত্তাল থাকায় টানা চারদিন ধরে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে দেখা দিয়েছে তীব্র নিত্যপণ্যের সংকট। দ্বীপের ১০ হাজারেরও বেশি বাসিন্দা পড়েছেন চরম দুর্ভোগে।


সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, অমাবস্যার প্রভাবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে এবং কিছু এলাকায় শুরু হয়েছে ভাঙন।


স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, “নৌযান বন্ধ থাকায় পণ্যের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। যদি শিগগিরই সাপ্লাই না আসে, তাহলে ভয়াবহ সংকট দেখা দেবে।” তিনি দ্বীপবাসীর জন্য জরুরি ভিত্তিতে সি-ট্রাক ও সি-অ্যাম্বুলেন্স চালুর দাবি জানান।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, “বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই চলাচল শুরু হবে।”


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল রয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।


thebgbd.com/NA