ঢাকা | বঙ্গাব্দ

চিত্রনায়ক জসিমের ছেলে এ কে রাতুল আর নেই

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ জুলাই, ২০২৫
চিত্রনায়ক জসিমের ছেলে এ কে রাতুল আর নেই ফাইল ছবি

ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক আবুল খায়ের জসিম উদ্দিনের ছেলে ও আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ‘ওনড’-এর ভোকালিস্ট, বেজিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।


রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা এলাকার একটি জিমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলেও পরে লুবানা হাসপাতালে স্থানান্তরের পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


রাতুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘ওনড’ ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম। তিনি বলেন, “জিম করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন রাতুল ভাই। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।”


নায়ক জসীমের তিন ছেলের মধ্যে এ কে রাতুল ছিলেন অন্যতম। বড় ভাই এ কে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট এবং ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার হিসেবে কাজ করছেন। ছোট ভাই এ কে সামী ও রাতুল যুক্ত ছিলেন ‘ওনড’ ব্যান্ডে।


অভিনয়ে পা না রাখলেও তিন ভাইই দেশের সংগীতজগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন। বিশেষ করে রাতুল ছিলেন আন্ডারগ্রাউন্ড মিউজিক সিনে পরিচিত ও প্রশংসিত নাম।


এ কে রাতুলের অকাল প্রয়াণে শোক নেমে এসেছে সংগীতাঙ্গনে। ভক্তরা তার হঠাৎ মৃত্যুতে শোক প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। অনেকেই বলছেন, “একজন প্রতিভাবান সংগীতশিল্পীকে হারাল বাংলাদেশ।”

https://thebgbd.com/BYB