ঢাকা | বঙ্গাব্দ

বয়কটের ঘোষণা দিয়েও কেন পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হলো ভারত?

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন ভারতের সাবেক অনেক তারকা।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ জুলাই, ২০২৫
বয়কটের ঘোষণা দিয়েও কেন পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হলো ভারত? ফাইল ছবি

লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় আইসিসি ইভেন্ট কিংবা এশিয়ান মঞ্চ ছাড়া দেখা হয় না দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের। সাম্প্রতিক সময়ে পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে বৈশ্বিক ও মহাদেশীয় প্রতিযোগিতায়ও তাদের মুখোমুখি লড়াই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।


চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন ভারতের সাবেক অনেক তারকা। তবে সব হিসাব-নিকাশ পাল্টে আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে রাখা হয়েছে ভারত-পাকিস্তানকে।


ইতোমধ্যে আসন্ন এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। 


যাবতীয় সমালোচনা সত্ত্বেও কি পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত? সেই নিয়ে মুখ খুললেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। সম্প্রতি লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়েছে। তার আগে ম্যাচ নিয়ে সমালোচনাও কম হয়নি। এই পরিস্থিতিতে এশিয়া কাপের সূচি ঘোষণা হলেও ভারত-পাক ম্যাচের ভবিষ্যৎ কী হয়, সেদিকে চোখ থাকবে সবার। শুধু তাই নয়, দুই দল ফাইনালে উঠলে টুর্নামেন্টে তিনবার ভারত-পাক ম্যাচ দেখা যাবে। ‘এ’ গ্রুপে ভারত পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও ওমান আছে।


ভারত-পাক ম্যাচ নিয়ে বলছেন, “বিসিসিআই এই টুর্নামেন্ট বা এই ম্যাচ থেকে নাম তুলতে পারবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাতায়-কলমে ভারত আয়োজক দেশ। ফলে এই পর্যায়ে এসে কিছুই বদলানো যাবে না। কর্মকর্তারা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলেছেন, সেই অনুযায়ী সূচি এসেছে। ম্যাচ সেই মতোই হবে।”


প্রথমে শোনা গিয়েছিল, ২৪ জুলাই ঢাকায় যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কথা, তাতে যোগ দিতে চাইছে না বিসিসিআই। পরে অবশ্য অনলাইনে এই মিটিংয়ে যোগ দেন বিসিসিআইয়ের প্রতিনিধি। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন এসিসি প্রধান নাকভি। সেখানেই তিনি জানান, কাউন্সিলের ২৫টি দেশই বৈঠকে যোগ দিয়েছে সেটা অত্যন্ত আনন্দের বিষয়। অর্থাৎ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে বিসিসিআইয়ের সম্মতি রয়েছে, তা কার্যত স্পষ্ট।


thebgbd.com/NIT