ঢাকা | বঙ্গাব্দ

বিয়ের কয়েক ঘণ্টা পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন অভিনেতার স্ত্রী

তামিল সিনেমার অভিনেতা ও শেফ মধমপট্টি রঙ্গরাজ নতুন করে শিরোনামে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ জুলাই, ২০২৫
বিয়ের কয়েক ঘণ্টা পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন অভিনেতার স্ত্রী ছবি : সংগৃহীত।

তামিল সিনেমার অভিনেতা ও শেফ মধমপট্টি রঙ্গরাজ নতুন করে শিরোনামে। জনপ্রিয় স্টাইলিস্ট জয় ক্রিজিলদাকে বিয়ে করেছেন তিনি। আর বিয়ের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা না যেতেই রঙ্গরাজের স্ত্রী জয় জানিয়ে দিলেন আরও বড় সুখবর, তিনি মা হতে চলেছেন!


রোববার (২৭ জুলাই) ইনস্টাগ্রামে রঙ্গরাজ ও জয় বিয়ের মুহূর্তের একটি ছবি শেয়ার করেন জয়। ছবিতে দেখা যায়, জয়কে সিঁদুর পরিয়ে দিচ্ছেন রঙ্গরাজ।


ছবির ক্যাপশনে লেখা, ‘মিস্টার অ্যান্ড মিসেস রঙ্গরাজ ‘ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা, ‘স্বামী-স্ত্রী।’


কিছুক্ষণ পরই আরেকটি পোস্টে জয় জানান, তারা নতুন অতিথি আসার অপেক্ষায় আছেন। লাল শাড়িতে সেজে হাস্যোজ্জ্বল জয় ক্যামেরাবন্দি হয়েছেন রঙ্গরাজের সঙ্গে। দুজনের গলায় ফুলের মালা।


ছবির ক্যাপশনে জয় লেখেন, ‘২০২৫ সালে আমাদের সন্তান আসছে। আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা।’ এ জুটির বিয়ের খবরে যেমন অভিনন্দন বার্তা ভেসে এসেছে, তেমনি হঠাৎ সন্তান সম্ভাবনার খবরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় চলছে বিস্তর আলোচনা।


thebgbd.com/NA