ঢাকা | বঙ্গাব্দ

৫০ দিনের সময়সীমা কমানো হবে

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের ওপর হতাশ, খুবই হতাশ। সুতরাং আমাদের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।
  • অনলাইন ডেস্ক | ২৮ জুলাই, ২০২৫
৫০ দিনের সময়সীমা কমানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ইউক্রেনে যুদ্ধ অবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি ৫০ দিনের যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তা কমিয়ে আনা হবে।


টার্নবেরি থেকে এএফপি জানায়, স্কটল্যান্ডের পশ্চিমাঞ্চলের টার্নবেরিতে নিজের বিলাসবহুল গলফ কোর্সে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ শেষে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের ওপর হতাশ, খুবই হতাশ। সুতরাং আমাদের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে এবং তাকে দেওয়া ৫০ দিনের সময়সীমা আরও কমিয়ে আনব।


সূত্র: এএফপি


এসজেড