ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে মোতায়েন থাকবে ৬০ হাজার সেনা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ জুলাই, ২০২৫
জাতীয় নির্বাচনে মোতায়েন থাকবে ৬০ হাজার সেনা ছবি : সংগৃহীত।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আয়োজিত আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।


প্রেস সচিব বলেন, “সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৬০ হাজার সদস্য মোতায়েন থাকবে। গণঅভ্যুত্থানের পর থেকে সেনা সদস্যরা মাঠে রয়েছেন। নির্বাচনের সময় তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।”


তিনি আরও জানান, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।


শফিকুল আলম বলেন, “নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা চাই, নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক হোক।”


উল্লেখ্য, দেশের রাজনৈতিক পরিমণ্ডলে উত্তেজনার মধ্যেই নির্বাচন সামনে রেখে নিরাপত্তা পরিকল্পনায় জোর দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।


thebgbd.com/NA