ঢাকা | বঙ্গাব্দ

আফগানদের বোলিং পরামর্শক ব্রাভো

আইপিএলের দায়িত্ব শেষ হতে না হতেই নতুন দায়িত্ব পেলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
  • | ২১ মে, ২০২৪
আফগানদের বোলিং পরামর্শক ব্রাভো ফাইল ছবি

আইপিএলের দায়িত্ব শেষ হতে না হতেই নতুন দায়িত্ব পেলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।


আজ মঙ্গলবার (২১ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে হতে যাওয়া ১০ দিনের ক্যাম্পে আফগানিস্তান শিবিরে যোগ দেবেন ব্রাভো।


টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সফল পেস বোলিং অলরাউন্ডার ব্রাভো। ৫৭৩ ম্যাচে ৬২৫ উইকেট নিয়ে সংস্করণটির সর্বোচ্চ উইকেট শিকারি এখন পর্যন্ত তিনি। একইসঙ্গে তার নামের পাশে আছে ৭০০০ রান।


২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ব্রাভো। এছাড়া আইপিএলসহ একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে জিতেছেন অসংখ্য শিরোপা।

২০২২ সালে আইপিএল থেকে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর এই বছর চেন্নাইয়ের সঙ্গে বোলিং কোচ হিসেবে কাজ করছেন ৪০ বছর বয়সী এই অলরাউন্ডার।


এই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তাকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে রশিদদের বোর্ড।

 

আগামী ২ জুন রোবি বার পর্দা উঠবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ৫ জুন উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে রশিদরা। ‘সি’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।