বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। দেশব্যাপী জুলাই পদযাত্রার ৩০তম দিন আজ নরসিংদীতে উপস্থিত হন দলটির কেন্দ্রীয় নেতারা।
নাহিদ ইসলাম বলেন, ২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। মানুষের মুক্তির দাবিতে সেই আন্দোলন পর্যায়ক্রমে গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল। স্বৈরাচারকে হটাতে মানুষ রাস্তায় নেমে এসেছিল। সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে এখনো আমাদের রাজপথে নামতে হচ্ছে।
তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এক বছর পর আবারও দেশ গড়তে মাঠে নেমেছি। এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কাজ এগিয়ে নিতে দেওয়া হয়নি, নতুন সংবিধান সংস্কারসহ ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকেও অপসারণ করতে বাধা দেওয়া হয়েছে। দেওয়া হয়নি ঘোষণাপত্রও। আমরা কোনো দাবি থেকেই সরে আসিনি। আমরা সংগঠিত হয়ে আবারও জনগণের দাবি আদায় করব।
thebgbd.com/NA