ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৯টি আসনে কিছু পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে। আগে এখানে পাঁচটি আসন ছিল। এতে খুশি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, গাজীপুরের জনসংখ্যা আগের চেয়ে বেড়েছে। এ কারণে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মূলত গাজীপুর-১ ও গাজীপুর-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গাজীপুর-৬ নামে একটি সংসদীয় আসন বাড়ানো হয়েছে। এটি গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। একটি আসন বাড়ানোতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষত রাজনৈতিক নেতাদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।
প্রস্তাব ভিত্তিক ছয়টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাসহ উপজেলা এলাকা ও সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড থেকে ১২ নম্বর ওয়ার্ড এলাকা নিয়ে গাজীপুর-১ সংসদীয় আসন প্রস্তাব করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এলাকা ও সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এলাকা নিয়ে গাজীপুর-২ সংসদীয় আসনের নির্বাচনী এলাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
জেলার শ্রীপুর পৌরসভাসহ উপজেলা এলাকা ও সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন ও গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গাজীপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত করে গাজীপুর-৩ সংসদীয় সীমানা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
কাপাসিয়া উপজেলা এলাকা নিয়ে গাজীপুর-৪ সংসদীয় আসন আগের মতো ঠিক রাখা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলা এলাকা নিয়ে আগের মতো গাজীপুর-৫ আসন অখণ্ডিত রাখা হয়েছে।
নতুন সীমানা নির্ধারণের প্রস্তাবে গাজীপুর-৬ আসন নতুন করে বাড়ানো হয়েছে। প্রস্তাবিত নতুন আসনটি গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড থেকে ৫৭ নম্বর ওয়ার্ড এলাকা নিয়ে গঠন করার প্রস্তাব করা হয়েছে। এখানে গাজীপুর-১ ও গাজীপুর-২ থেকে সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ড আলাদা করে একটি আসন বাড়ানো হয়েছে।
এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, ‘দেশের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন একটি বৃহত্তম সিটি করপোরেশন। এখানে একটি আসন বাড়ানো হয়েছে, এটি খুব ভালো ও প্রশংসনীয় কাজ হয়েছে। এর মাধ্যমে গাজীপুরের মানুষ উপকৃত হবেন। সংসদে একজন প্রতিনিধি বাড়বে। ফলে এলাকার উন্নয়নসহ নানাভাবে মানুষ উপকৃত হবেন।’
মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘জনসংখ্যার অনুপাতে গাজীপুরে একটি সংসদীয় আসন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে সেটা কি আমরা ইতিবাচক হিসেবেই দেখছি।’
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি বলেন, ‘গাজীপুরে একটি নির্বাচনী আসন বাড়ানোর ফলে এলাকার মানুষ অনেক উপকৃত হবেন। সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের আরো কাছ থেকে সেবা নিতে পারবেন।’
thebgbd.com/NA