২১ আগস্টের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পরবর্তী শুনানি হবে আগামী ১৩ আগস্ট। বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রধান বিচারপতি ড .সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চে শুনানি শেষে এ দিন নির্ধারণ করা হয়।
এর আগে সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ বক্তব্য তুলে ধরে।
আইনজীবীরা জানান, এই মামলায় যত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা, তার সবই রিমান্ডে নিয়ে জোর করে নেওয়া হয়েছে। আসামিরা বলেন, জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে তারেক রহমানকে ফাঁসাতেই জোর করে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ২১ আগস্টের মামলায় কোনো বক্তব্য রাখার সুযোগ থাকলে, তারেক রহমান আদালতে বক্তব্য দিতে চান বলে জানিয়েছেন আইনজীবী।
হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
পরে বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট।
thebgbd.com/NA