ঢাকা | বঙ্গাব্দ

কানাডার ঘোষণায় ইসরায়েলের নিন্দা

কানাডার ইসরায়েলি দূতাবাস জানায়, এই পরিকল্পনা আমাদের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার একটা ‘বিকৃত প্রচারণার অংশ’।
  • অনলাইন ডেস্ক | ৩১ জুলাই, ২০২৫
কানাডার ঘোষণায় ইসরায়েলের নিন্দা ইসরায়েল।

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে কানাডা। ইসরায়েল এর তীব্র সমালোচনা করেছে। অটোয়া থেকে এএফপি এই খবর জানিয়েছে।


কানাডার অটোয়াস্থ ইসরায়েলি দূতাবাস জানিয়েছে, কানাডার এই পরিকল্পনা আমাদের ওপর আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করার একটা ‘বিকৃত প্রচারণার অংশ’। এক বিবৃতিতে তারা জানায়, ‘জবাবদিহিমূলক সরকার, কার্যকর প্রতিষ্ঠান ও মানবিক নেতৃত্বহীন অবস্থায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ভয়াবহ বর্বরতাকে পুরস্কৃত ও বৈধতা দেওয়া।’


সূত্র: এএফপি


এসজেড