ঢাকা | বঙ্গাব্দ

বেইজিংয়ে নিহত বেড়ে ৪৪

৩১ জুলাই দুপুর পর্যন্ত সমগ্র বেইজিং জুড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ৪৪ জন মারা গেছে ও ৯ জন নিখোঁজ রয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ৩১ জুলাই, ২০২৫
বেইজিংয়ে নিহত বেড়ে ৪৪ বৃষ্টিপাতে সড়ক তলিয়ে গেছে।

চীনের রাজধানী বেইজিংয়ের বিভিন্ন অংশে গত সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাতের ফলে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন নিখোঁজ রয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এখবর জানায়।


বৃহস্পতিবার শীর্ষ নগর কর্মকর্তা জিয়া লিনমাও এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৩১ জুলাই দুপুর পর্যন্ত সমগ্র বেইজিং জুড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ৪৪ জন মারা গেছে ও ৯ জন নিখোঁজ রয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড