ঢাকা | বঙ্গাব্দ

ইউনের বিরুদ্ধে আবারও পরোয়ানা

তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট, যাকে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা অবস্থাতেই আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।
  • অনলাইন ডেস্ক | ৩১ জুলাই, ২০২৫
ইউনের বিরুদ্ধে আবারও পরোয়ানা ইউন সুক-ইওল

দক্ষিণ কোরিয়ার একটি আদালত বৃহস্পতিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এর আগে একাধিকবার সমন জারির পরও জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে অস্বীকৃতি জানান তিনি। এবার প্রসিকিউটররা তাকে জোর করে জিজ্ঞাসাবাদের জন্য হাজির করতে সক্ষম হয়েছেন।


ইউন ও তার পত্নী, সাবেক ফার্স্ট লেডি কিম কেওন হির তদন্তকারী বিশেষ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, আজ সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট, যাকে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা অবস্থাতেই আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। সংসদ নির্বাচনের কারচুপির অভিযোগ তদন্তকারী প্রসিকিউটররা ইউনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন। কিন্তু তিনি হাজির হননি। জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হওয়ার কারণে হিসেবে তার আইনজীবীরা স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেন।


সূত্র: এএফপি


এসজেড