সম্প্রতি ঢাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এক গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযোগ প্রমাণের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শুক্রবার (১ আগস্ট) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর এক মেজরের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের পরপরই সেনাবাহিনী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে।
এরপর ১৭ জুলাই ওই কর্মকর্তাকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য গঠিত তদন্ত আদালতের প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
আইএসপিআর আরও জানায়, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার অভিযোগেও পৃথক তদন্ত আদালত গঠন করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, তারা একটি অরাজনৈতিক, শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো সেনা সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
thebgbd.com/NIT