বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল, এক যুগ পার করে ফেললেও সমালোচনা তার পিছু ছাড়েনি। এবার টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াতে আগামী আসরে আরেকটি নতুন ভেন্যু যুক্ত করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বছরান্তর একটি করে ভেন্যু বাড়িয়ে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
প্রতি বছরই বিপিএলকে নতুন করে ঢেলে সাজানোর গল্প শোনালেও তা বাস্তবায়ন হয় না। যে কারণে সমালোচনাও পিছু ছাড়ে না বিসিবির। এবার বিপিএলকে বৈশ্বিকভাবে জনপ্রিয় করে তুলতে গোছানো পথেই হাঁটার চেষ্টা করছে মাহবুব আনামের গভর্নিং কাউন্সিল।
প্রতিবারই বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় ঢাকা আর চট্টগ্রামে, সবশেষ যুক্ত হয়েছে সিলেট স্টেডিয়াম। তবে এবার নতুন ভেন্যু যুক্ত হতে যাচ্ছে বিপিএলে, আলোচনায় আছে বরিশাল ও রাজশাহী স্টেডিয়াম।
ফাহিম বলেন, ‘ওইটা (বগুড়া ও রাজশাহীতে বিপিএল) এখনই বোধহয় সম্ভব হবে না। আমরা সামনের বিপিএলের কথা যদি বলি যে সময় লাগবে ওইগুলো ঠিকঠাক করতে বা আমরা কতদিনে করতে পারব। আমরা মনে হয় না অচিরেই তা সম্ভব হবে। তবে আমাদের চিন্তা ভাবনায় আছে ভবিষ্যতে হোম অ্যান্ড অ্যাওয়ের যে কনসেপ্টটা এটাতে গিয়ে দাঁড়ানো। আমাদের ইচ্ছে আছে এবছরে বিপিএল যদি একটা অতিরিক্ত মাঠে করতে পারি, তিনটা থেকে চারটি ভেন্যু করতে পারি খুবই ভালো হবে। আমরা আশা করছি যে করতে পারব।’
তিনি বলেন, ‘এভাবে সামনের বছর যদি আরও একটা ভেন্যু যুক্ত হয়, একটা সময় গিয়ে যদি আমরা ৬ কিংবা ৭ দল নিয়ে বিপিএল করি, ভবিষ্যতে ৬ কিংবা ৭ টা যদি আমাদের ভেন্যু থাকে তাহলে বিপিএল একটা অন্য লেভেলে চলে যেতে পারে।’
thebgbd.com/NIT