ঢাকা | বঙ্গাব্দ

আরও খাদ্য সরবরাহের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

২৭ মে থেকে গাজায় সাহায্যপ্রার্থী কমপক্ষে ১ হাজার ৩শ’ ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ০২ আগস্ট, ২০২৫
আরও খাদ্য সরবরাহের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের খাবার নিয়ে ফিরছেন কয়েকজন ফিলিস্তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় আরও খাদ্য সরবরাহের পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি শুক্রবার গাজায় মার্কিন-সমর্থিত সহায়তা বিতরণ কেন্দ্র পরিদর্শনের পর এ প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত দুই মাস ধরে সাহায্যের জন্য অপেক্ষারত শত শত ক্ষুধার্ত ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এমন এক সময়ে এই সফর করলেন যখন বিশ্বব্যাপী অ্যাডভোকেসি গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে ইসরাইলি বাহিনীকে মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোর কাছে ‘নিয়মিত রক্তপাত’ ঘটানোর অভিযোগ করা হয়েছে।


ফিলিস্তিনি অঞ্চলের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গত ২৭ মে থেকে গাজায় সাহায্যপ্রার্থী কমপক্ষে ১ হাজার ৩শ’ ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে জুলাই মাসের শেষ দুই দিনে কমপক্ষে ১০৫ জন নিহত হয়েছেন।


জাতিসংঘের কার্যালয় জানিয়েছে, এই হত্যাকাণ্ডের বেশিরভাগই ইসরায়েলি সেনাবাহিনী কতৃক সংঘটিত হয়েছে। জিএইচএফ সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে ৮৫৯ জন এবং জাতিসংঘ ও অন্যান্য সাহায্য সংস্থার কনভয় কর্তৃক ব্যবহৃত রুটে ৫১৪ জন নিহত হয়েছে।


উইটকফ বলেছেন, তিনি গাজার অভ্যন্তরে পাঁচ ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন। তিনি একটি অনলাইন পোস্টে একটি প্রতিরক্ষামূলক জ্যাকেট পরা এবং একটি জিএইচএফ বিতরণ কেন্দ্রে কর্মীদের সঙ্গে দেখা করার একটি ছবিও পোস্ট করেছেন। উইটকফ বলেছেন, এই সফরের উদ্দেশ্য ছিল ট্রাম্পকে ‘মানবিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া এবং গাজার জনগণের কাছে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা তৈরিতে সহায়তা করা’।


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ যেন অভুক্ত না থাকে সেটি চাওয়া বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন সংবাদ সাইট অ্যাক্সিওসের সঙ্গে ফোনে বলেছেন, ‘আমরা মানুষকে সাহায্য করতে চাই। আমরা তাদের বাঁচতে সাহায্য করতে চাই। আমরা মানুষকে খাওয়াতে চাই। গাজার মানুষকে আরো অনেক আগেই সহায়তা করা উচিত ছিল।’


সূত্র: এএফপি


এসজেড