ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, চার যাত্রী নিহত

  • নিজস্ব প্রতিবেদক | ০২ আগস্ট, ২০২৫
কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, চার যাত্রী নিহত ফাইল ছবি

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। 


প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল।


এ সময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। এ সময় অটোরিকশাটি ট্রেনটির নিচে চলে যায়। যাত্রীসহ অটোরিকশাটিকে ঠেলে যায় ট্রেনটি। এতে পাঁচজন প্রাণ হারান।

 

রামুর সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টার দিকে রামু উপজেলার দলির ছড়া এলাকার রেল ক্রসিংয়ে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি সিএনজি চালিত অটোরিকশাকে প্রায় আধা কিলোমিটার ট্রেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনতে হাসপাতালে নিয়ে গেলে তারাও মারা যান।


thebgbd.com/NIT