সীমিত উন্নতি হলেও গাজায় প্রবেশকৃত সাহায্যের পরিমাণ এখনও ‘অত্যন্ত অপর্যাপ্ত’ রয়ে গেছে বলে শনিবার মন্তব্য করেছে জার্মান সরকার। এর আগে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করে মন্ত্রীরা। বৃহস্পতিবার ও শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এই অঞ্চল পরিদর্শন করার পর জার্মান সেনাবাহিনী গাজায় প্রথমবারের মতো বিমান থেকে খাদ্য ফেলে। এর পরই জার্মান সরকারের এই মন্তব্য আসে। সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, ২০ লক্ষাধিক ফিলিস্তিনি অনাহারের মুখোমুখি হচ্ছে।
সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস এক বিবৃতিতে বলেন, গাজা উপত্যকার জনসংখ্যার কাছে মানবিক সাহায্য সরবরাহের ক্ষেত্রে সীমিত প্রাথমিক অগ্রগতি লক্ষ্য করেছে জার্মানি, তবে জরুরি পরিস্থিতি উপশমের জন্য তা অত্যন্ত অপর্যাপ্ত।’ কর্নেলিয়াস আরও বলেন, ‘ইসরায়েল সাহায্যের পূর্ণ সরবরাহ নিশ্চিত করতে বাধ্য।’
গাজায় সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে কিছু বিদেশি রাষ্ট্রকে সীমান্ত অতিক্রম করে আরও ট্রাক প্রবেশের এবং বিমান থেকে খাদ্য ও ওষুধ ছুঁড়ে ফেলার অনুমতি দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, অত্যন্ত কম পরিমান সাহায্য গাজায় ঢুকছে। জাতিসংঘ জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের জন্য ৬ হাজার ট্রাক ইসরায়েলের অনুমতির অপেক্ষায় রয়েছে।
সূত্র: এএফপি
এসজেড