আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে দল-বদল নিয়ে গুঞ্জন চলছেই। একবার শোনা গেল ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে তিনি সৌদি আরবে যাবেন। পরে জানা গেল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাকে পেতে আগ্রহী। এখন শোনা যাচ্ছে, এমিকে দলে নেওয়ার কথা ভাবছে পিএসজি।
মার্টিনেজের অ্যাস্টন ভিলা ছাড়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। আর্জেন্টিনার ৩২ বছর বয়সী এই গোলকিপার এখনই ইউরোপ ছাড়তে চান না। ওয়েবসাইট গোল বলছে, পিএসজি তাদের বর্তমান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে নিয়ে দ্বিধায় ভুগছে। বিকল্প হিসেবে মার্টিনেজকে দলে নিতে চাইছে তারা।
ফুটবল ইনসাইডার এর আগে দাবি করে, অ্যাস্টন ভিলাকে ম্যানইউ প্রস্তাব দিয়েছিল মার্টিনেজকে ধারে নেওয়ার জন্য। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভিলা।
ভিলার সঙ্গে মার্টিনেজকে বর্তমান চুক্তি ২০২৯ সালের জুন পর্যন্ত। তবে ক্লাবটির চাওয়া এই মৌসুমে এমিকে বিক্রি করে তরুণ কাউকে নেয়া।
thebgbd.com/NIT