ঢাকা | বঙ্গাব্দ

বাতিল হতে যাচ্ছে নিপুণের সদস্যপদ, এফডিসিতে গুঞ্জন

শিল্পী সমিতির ভোটে হেরে ডিপজল-মিশাকে মালা পোরিয়ে বরণ করে নিয়েছিলেন নিপুণ আক্তার।
  • | ২২ মে, ২০২৪
বাতিল হতে যাচ্ছে নিপুণের সদস্যপদ, এফডিসিতে গুঞ্জন অভিনেত্রী নিপুণ আক্তার

শিল্পী সমিতির ভোটে হেরে ডিপজল-মিশাকে মালা পোরিয়ে বরণ করে নিয়েছিলেন নিপুণ আক্তার। মালা বদলের ২৫ দিন পর মিশা-ডিপজল পরিষদ নিয়ে আদালতে রিট করেন নিপুণ। শুনানি শেষে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন আদালত, সেই সাথে দেয়া হয় শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করার।


নিপুণের এই কার্যক্রমে বেজায় খেপেছেন মিশা-ডিপজল। চেম্বার জজ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। এরই মধ্যে জোর গুঞ্জন উঠেছে এফডিসিতে। এবার বাতিল হচ্ছে নিপুণের সদস্য পদ। কয়েকদিন ধরে এমনটা শোনা যাচ্ছে ফিল্ম পাড়ায় কান পাতলে।


জানা গেছে, আজ বুধবার বিকেলে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সাথে শিল্পী সিমিতির বৈঠক। আসতে পারে কঠিন সিদ্ধান্ত। এদিন দুপুর থেকে সাধারণ শিল্পীরা বিক্ষোভ করবেন বলেও জানা গেছে।


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। ২০ এপ্রিল সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়।