ঢাকা | বঙ্গাব্দ

আমি কাকার ফ্যান

সুপারস্টার দেব এখন ব্যস্ত রাজনীতি নিয়ে। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি।
  • | ২২ মে, ২০২৪
আমি কাকার ফ্যান সংগৃহীত

সুপারস্টার দেব এখন ব্যস্ত রাজনীতি নিয়ে। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি। গত লোকসভা ভোটে এই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন।


ছবির কাজ থেকে আপাতত কিছুটা বিরতি নিয়ে ভোটের ময়দানে এই অভিনেতা। রূপালি পর্দা থেকে সোজা রাজনীতির রূক্ষ্ম আঙিনা। রোদে পুড়ে দিনভর চালাচ্ছেন ভোটের প্রচার। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে।


ঘাটাল মাস্টার প্ল্যানসহ একগুচ্ছ কাজ নিয়ে এবারেও ভোটের ময়দানে লড়ছেন সুপারস্টার। বিরোধী দলের প্রার্থীদের নিয়ে টেনশন নেই, বরং আছে ঘাটালের মানুষের অগাধ ভালোবাসা। এই মন্ত্রেই রোদ-ঝড় বৃষ্টি উপেক্ষা করেই প্রচার সারছেন দেব।


সম্প্রতি নির্বাচনী প্রচার থেকেই দেব জানালেন তিনি কার ফ্যান! ক'দিন আগেই একটি ভিডিও দারুণ ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। যেখানে অভিনেতা হিরন চট্টোপাধ্যায় তার নির্বাচনী প্রচার থেকে একটি বক্তব্য রেখেছিলেন। হিরনের বক্তব্য যতটা নজর কেড়েছে, তার চেয়ে বেশি নজরে এসেছেন হিরনের পাশে দাঁড়ানো এক ব্যক্তি। মজার সেই ভিডিও নিমিষে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

 

মজার সেই ব্যক্তিকেই কেশপুরে নির্বাচনী প্রচারে বেরিয়ে খুঁজে পেলেন দেব। সেই ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, 'সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান'। কাকার সঙ্গে দেবের একটি ভিডিও-ও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

 

'খাদান'-এর শুটিং মাঝপথে রেখেই নির্বাচনী প্রচারে নেমেছেন দেব। ভোট শেষ হলেই ফের শুরু করবেন ছবির শুটিং। সেই কারণেই বদল আনতে পারেননি নিজের লুকে।