ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি শাহরুখ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।
  • | ২২ মে, ২০২৪
হাসপাতালে ভর্তি শাহরুখ শাহরুখ খান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। অতি গরমে অসুস্থ হয়ে যাওয়ায় আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

কলকাতা নাইট রাইর্ডাসের খেলা দেখতে মঙ্গলবার আহমেদাবাদে যান শাহরুখ। সারাদিন মাঠেই ছিলেন তিনি। নাইট রাইডার্স জেতার পর মাঠে নেমে উদ্‌যাপন করতেও দেখা যায় তাকে। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। পরে সেখানকার স্থানীয় কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতেই অসুস্থ হয়ে পড়েন কিং খান। এরপর বুধবার (২২ মে) দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, আহমেদাবাদের তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে থাকায় গরম সহ্য হয়নি শাহরুখের। এরপরই সকাল থেকে অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।