একটি পাখির পালকের দাম ২৮ হাজার ৪১৭ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকারও বেশি। অবিশ্বাস্য এই দামে পাখির পালকটি বিক্রি হয়েছে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একটি নিলামে। পালকটি নিউজিল্যান্ডের বিলুপ্ত হয়ে যাওয়া ‘হুইয়া’ পাখির বলে জানিয়েছে বিবিসি।
নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী মাওরি সম্প্রদায়ের কাছে ‘হুইয়া’ (বর্তমানে বিলুপ্ত) পাখি অত্যন্ত পবিত্র এবং আভিজাত্য প্রকাশের অনুসঙ্গ ছিল।
ওয়েবস অকশন হাউজে গত সোমবার হুইয়া পাখির ওই পালকটি বিক্রি হয়। প্রাথমিকভাবে নিলামের আয়োজকরা ধারণা করেছিলেন পালকটি সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলারে বিক্রি হবে।
একসময় মাওরি গোত্র প্রধান ও তার পরিবারের সদস্যদের মাথার মুকুটে ‘হুইয়া’ পাখির পালক শোভা পেত। এই পাখির পালক উপহার হিসেবেও জনপ্রিয় ছিল এবং পালক বিক্রিও করা হতো।
মিউজিয়াম অব নিউজিল্যান্ডের তথ্য অনুযায়ী, ‘হুইয়া’ পাখিটিকে সর্বশেষ দেখা যায় ১০০ বছরেরও বেশি আগে, ১৯০৭ সালে।
ওয়াটলবার্ড প্রজাতির ছোট্ট পাখি হুইয়া। চমৎকার গান করত এই পাখি, শরীরে পালকের বেশিরভাগই কালো, লম্বা লেজের শেষেপ্রান্ত সাদা।
সোমবার বিক্রি হওয়া পালকটি ‘খুব ভালো অবস্থায় রয়েছে’ বলে জানিয়েছেন ওয়েবস অকশন হাউজের ডেকোরেটিভ আর্টস বিভাগের প্রধান লিয়াহ মরিস। তিনি বলেন, পালকটি ইউভি সুরক্ষিত কাঁচের বক্সের ভেতর রাখা। তাই সেটি দীর্ঘ সময় ধরে ভালো থাকবে।