ঘরে বসে টাকা আয় করার জন্য এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফ্রিল্যান্সিং। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেমন বাড়ছে ফ্রিল্যান্সারদের সংখ্যা, তেমনি বাড়ছে ফ্রিল্যান্সার নিয়োগে বিভিন্ন প্রতিষ্ঠানের সংখ্যাও।
এ তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের আগে রয়েছে প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তান।সম্প্রতি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনে এক প্রতিবেদনে ফ্রিল্যান্সার নিয়োগে শীর্ষ ৩০ দেশের তালিকা প্রকাশ করেছে। যাতে যুক্তরাষ্ট্র শীর্ষে থাকলেও বাংলাদেশের অবস্থান ২৯তম।
প্রতিবেদনে জানা যায়, বিশ্বব্যাপী প্রায় ১৫৭ কোটি ফ্রিল্যান্সার আছে। ধারণা করা হয়, ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের বাজার তিন দশমিক ৩৯ বিলিয়ন ডলারের। বিশ্বব্যাপী ফ্রিল্যান্সাররা ঘণ্টায় গড়ে ২১ ডলার আয় করেন। এর মধ্যে প্রায় ৭০ শতাংশের বয়স ৩৫ বা তার কম।
তালিকায় যুক্তরাষ্ট্র, ভারত ও যুক্তরাজ্য যথাক্রমে ৯৭ দশমিক ৪৬, ৯৫ দশমিক ৭১ ও ৯৪ দশমিক ৮১ স্কোর নিয়ে শীর্ষ তিনটি দেশ হিসেবে স্থান পেয়েছে। চীন ও পাকিস্তান যথাক্রমে ৫৬ দশমিক ৩১ ও ৪৮ দশমিক ৫৬ স্কোর নিয়ে ২২ ও ২৮তম অবস্থানে আছে। ৪৫ দশমিক ৯৩ স্কোর নিয়ে ৩০তম দেশ নাইজেরিয়া।
আর ৪৬ দশমিক ৯২ স্কোর নিয়ে ফ্রিল্যান্সার নিয়োগে ৩০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৯তম।
যে কোনো বয়সের মানুষের জন্য কোনো আলাদা বিনিয়োগ ছাড়াই এই আয় বর্তমান সময়ে অনেকটা স্বস্তির। কিন্তু যে হারে এখন ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং সাইট তৈরি হয়েছে, তাতে নতুনদের জন্য প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মার্কেটপ্লেস সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।
তবে এটি স্বাধীন পেশা এবং উচ্চ আয়ের মাধ্যম হওয়ার কারণে তরুণ সমাজের মধ্যে বেশ আলোড়ন তৈরি করেছে।