ঢাকা | বঙ্গাব্দ

ঢাকাগামী তুরাগ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেলস্টেশন সংলগ্ন এলাকায় ঢাকাগামী তুরাগ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে।
  • | ২৩ মে, ২০২৪
ঢাকাগামী তুরাগ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত লাইনচ্যুত বগি

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেলস্টেশন সংলগ্ন এলাকায় ঢাকাগামী তুরাগ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে।


আজ বৃহস্পতিবার( ২৩ মে) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি আরও বলেন, বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বগি উদ্ধার করার জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার খবর দেওয়া হয়েছে।