ঢাকা | বঙ্গাব্দ

২০১ রান তাড়ায় ২৪ বল হাতে রেখেই জিতলো বেঙ্গালুরু

মুড়িমুড়কির মতো রান হচ্ছে এবারের আইপিএল। প্রতিপক্ষ যত বড় স্কোরই গড়ুক না কেন, কিছুই নিরাপদ বলে মনে হচ্ছে না এবার।
  • | ২৮ এপ্রিল, ২০২৪
২০১ রান তাড়ায় ২৪ বল হাতে রেখেই জিতলো বেঙ্গালুরু বেঙ্গালুরুকে জিতিয়েছেন কোহলি-জ্যাকস

মুড়িমুড়কির মতো রান হচ্ছে এবারের আইপিএল। প্রতিপক্ষ যত বড় স্কোরই গড়ুক না কেন, কিছুই নিরাপদ বলে মনে হচ্ছে না এবার। এই যেমন গুজরাট টাইটানসের কথাই ধরা যাক না কেন। এবার এই দলটি ২০০ রান করেও হারলো। সেই রান প্রতিপক্ষ আবার পেরিয়ে গেছে ২৪ বল হাতে রেখে। 

আজ সোমবার (২৮ এপ্রিল) আহমেদাবাদে টসে হেরে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২০০ রান করে গুজরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই রান তাড়া করে ম্যাচ জেতে ৯ উইকেটে।

লক্ষ্য তাড়ায় দলীয় ৪০ রানে অধিনায়ক ফাফ ডু প্লেসিকে (২৪) হারায় বেঙ্গালুরু। এরপর অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বিরাট কোহলি ও উইল জ্যাকস। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ১৬৬ রান। কোহলি ৪৪ বলে করেন ৭০ রান। আর জ্যাকস সেঞ্চুরি তুলে নেন ৪১ বলে। গুজরাটের হয়ে উইকেটটি পান সাই কিশোর।  

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাটের। ৬ রানে ঋদ্ধিমান সাহাকে হারানোর পর 4৫ রানে ফিরে যান অধিনায়ক শুভমন গিল। এরপর সাই সুদর্শনের ৪৯ বলে ৮৪, শাহরুখ খানের ৩০ বলে ৫৮ এবং ডেভিড মিলারের ১৯ বলে ২৬ রানের সুবাদে ২০০ রান করে গুজরাট।

বেঙ্গালুরুর হয়ে একটি করে উইকেট নেন স্বপ্নিল সিং, মোহাম্মদ সিরাজ এবং গ্লেন ম্যাক্সওয়েল।