ঢাকা | বঙ্গাব্দ

কেনিয়ায় বন্যায় ৭৬ জনের প্রাণহানি

কেনিয়ায় মার্চ মাস থেকে মৌসুমী বৃষ্টি সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৭৬ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
  • | ২৮ এপ্রিল, ২০২৪
কেনিয়ায় বন্যায় ৭৬ জনের প্রাণহানি কেনিয়ায় বন্যা

কেনিয়ায় মার্চ মাস থেকে মৌসুমী বৃষ্টি সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৭৬ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া বাসিন্দাদের ভারী বৃষ্টিপাতের জন্য প্রস্তুত থাকার সতর্কতাও দেখা হয়েছে।

কেনিয়া ও এর পূর্ব-আফ্রিকান প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রতিক সপ্তাহে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হচ্ছে।

শনিবার সরকারি মুখপাত্র আইজ্যাক মাওয়ারা বলেছেন, আকস্মিক বন্যায় রাস্তা ও আশেপাশের এলাকা তলিয়ে গেছে, যার ফলে ২৪ হাজার পরিবারের ১ লাখ ৩০ হাজার মানুষ লোক বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুতদের অনেকেই রাজধানী নাইরোবির বাসিন্দা।

তিনি বলেন, 'আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি যে, গত ১২ ঘন্টায় অতিরিক্ত ছয়টি মর্মান্তিক প্রাণহানিতে মোট মৃতের সংখ্যা ৭৬ জনে পৌঁছেছে। এছাড়া ২৯ জন আহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৯ জন। রাজধানী নাইরোবিতেই ৩২ জনের প্রাণহানি ও ১৬ হাজার ৯০৯ টি পরিবার বাস্তুচ্যুত হয়েছেন।

মাওয়ারা বলেন, কেনিয়ার দীর্ঘতম নদী টানা বরাবর সেভেন ফোর্কস জলবিদ্যুৎ প্রকল্পের পাঁচটি বাঁধ পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই জলরাশি উঁপচে পড়ে ভাটিতে ভারী বন্যার হওয়ার পূর্বাভাস থাকায়, এলাকার বাসিন্দাদের উঁচু যায়গায় চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।