ঢাকা | বঙ্গাব্দ

শনিবার রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ মে) বঙ্গবাজার বিপণিবিতান উদ্বোধন করবেন।
  • | ২৪ মে, ২০২৪
শনিবার রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ মে) বঙ্গবাজার বিপণিবিতান উদ্বোধন করবেন। এ জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক সাময়িক বন্ধ ও ডাইভারশনে থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।


গত বৃহস্পতিবার (২৩ মে) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

ডাইভারশন পয়েন্টগুলো হলো–

১. হাইকোর্ট ক্রসিং


২. গোলাপশাহ মাজার ক্রসিং


৩. সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং


৪. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে

 

৫. ফুলবাড়িয়া ক্রসিং


৬. চানখারপুল ক্রসিং


৭. নিমতলী ক্রসিং

 

এ অবস্থায় নগরবাসীকে উল্লিখিত এলাকাগুলোয় বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।