ঢাকা | বঙ্গাব্দ

১৮ মাস পর জাতীয় দলে সাইফউদ্দিন, নেই সাকিব-মোস্তাফিজ

সিরিজের শুরুর দিকে সাকিবের সার্ভিস যে বাংলাদেশ পাবে না, তা আগেই নিশ্চিত ছিল। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।
  • | ২৮ এপ্রিল, ২০২৪
১৮ মাস পর জাতীয় দলে সাইফউদ্দিন, নেই সাকিব-মোস্তাফিজ সাকিব ও মোস্তাফিজের সার্ভিস পাবে না টাইগাররা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের ফল পেলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ টি২০ সিরিজের প্রথম তিন ম্যাচের ১৫ সদস্যর স্কোয়াডে আছেন তিনি। যে দলে একমাত্র নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিম। 


রোববার (২৯ এপ্রিল) সিরিজের প্রথম তিন টি২০ ম্যাচের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে চমক আছে আরও। স্কোয়াডে ফেরানো হয়েছে আফিফ হোসেন ধ্রুব, তানভীর ইসলাম ও পারভেজ হোসেন ইমনকে। তবে রাখা হয়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে। 


সিরিজের শুরুর দিকে সাকিবের সার্ভিস যে বাংলাদেশ পাবে না, তা আগেই নিশ্চিত ছিল। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। খুব শিগগিরই দেশে ফেরার পর আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলে নিজেকে ম্যাচের জন্য উপযুক্ত করবেন সাকিব। এদিকে মোস্তাফিজ আছেন বর্তমানে ভারতে। সেখানে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি মাতাচ্ছেন আইপিএল।


এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি২০ সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। চোটের কারনে নেই সৌম্য সরকার ও আলিস আল ইসলাম।


বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।