মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নেওয়ার নিষেধাজ্ঞা এখনই উঠছে না। মালয়েশিয়ার সরকার বিদেশি কর্মীদের আবেদন ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে গত সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
এর ফলে দেশটিতে এখনই নতুন করে আর কোনো শ্রমিক নেওয়া হবে না। মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজ মালয়েশিয়া’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, মালয়েশিয়ার মোট ১৭১ লাখ শ্রমশক্তির মধ্যে বিদেশি শ্রমিক ১৫ শতাংশের বেশি হওয়া যাবে না। অনুমোদিত কোটা ও অপেক্ষারতসহ বর্তমানে দেশে-বিদেশি কর্মীদের সর্বোচ্চ সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই পূরণ হয়ে যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আজকের বৈঠকে মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিদেশি কর্মীদের আবেদনের ওপর বর্তমান স্থগিতাদেশ অব্যাহত থাকবে। বিদেশি কর্মীদের জন্য নতুন কোনো কোটা নেই।
বিদেশি কর্মী নিয়োগের ওপর চলমান স্থগিতাদেশ দেওয়া হয়েছে ২০২৩ সালের মার্চে। এরপর আর বিদেশি শ্রমিক নেওয়ার নিষেধাজ্ঞা তুলেনি মালয়েশিয়া
যদিও দেশটির বেসরকারি খাত শ্রমিকের ঘাটতি চলছে দাবি করে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।