ঢাকা | বঙ্গাব্দ

আনারের খণ্ড-বিখণ্ড মরদেহ সামনে রেখেই খাবার খান হত্যাকারীরা

ধীরে ধীরে সামনে আসছে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা ও মরদেহ গুমের চাঞ্চল্যকরসব লোমহর্ষক তথ্য।
  • | ২৫ মে, ২০২৪
আনারের খণ্ড-বিখণ্ড মরদেহ সামনে রেখেই খাবার খান হত্যাকারীরা এমপি আনোয়ারুল আজিম

ধীরে ধীরে সামনে আসছে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা ও মরদেহ গুমের চাঞ্চল্যকরসব লোমহর্ষক তথ্য।




গত ১৩ মে কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের বি ইউ ব্লকের ৫৬ নম্বর ফ্ল্যাটে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন এমপি আনার।



গত শুক্রবার (২৪ মে) পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট-এর প্রতিবেদনে বলা হয়, এমপি আনারের খণ্ড খণ্ড মরদেহের পাশে বসেই খাবার ও মদ খান হত্যাকারীরা।


প্রতিবেদনে আরও বলা হয়, হত্যার পর আনারের মরদেহ বাথরুমে নেয়া হয়। সেখানে বসে খণ্ড খণ্ড করা হয় তার মরদেহ। বাথরুমে যেন কোনো আলামত না থাকে সে জন্য কয়েকবার পানি এবং ডিটারজেন্ট ব্যবহার করে এটি পরিষ্কার করা হয়।


এ ছাড়া যেসব জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ লেগেছিল সেগুলো মুছে ফেলতে পুরো ফ্ল্যাটটি পরিষ্কার করা হয়।

 



সংবাদমাধ্যমটি আরও জানায়, আনারের মরদেহের বড় বড় হাড় এবং মাথার খুলি টুকরো করার জন্য চাপাতির মতো কোনো কিছু ব্যবহার করা হয়েছে।


আর মরদেহটি জিহাদ হাওলাদার নামে এক কসাই টুকরো টুকরো করেন।


মিন্ট-এর প্রতিবেদনে বলা হয়, জিহাদের বাড়ি বাংলাদেশের খুলনায়। তিনি ভারতের মুম্বাইয়ে অবৈধভাবে থাকতেন। হত্যার দু-মাস আগে তাকে কলকাতার নিউটাউনে নিয়ে আসা হয়।