ঢাকা | বঙ্গাব্দ

রেমাল এখন কত দূরে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ শনিবার (২৫ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়েছে। রোববার (২৬ মে) ভোরে এটি উপকূল দিয়ে প্রবেশ শুরু করতে পারে।
  • | ২৫ মে, ২০২৪
রেমাল এখন কত দূরে ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ শনিবার (২৫ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়েছে। রোববার (২৬ মে) ভোরে এটি উপকূল দিয়ে প্রবেশ শুরু করতে পারে।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানিয়েছেন, বর্তমানে ঘূর্ণিঝড় রেমাল পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৬৫ কিলোমিটার ও মংলা সমুদ্র বন্দর থেকে ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে।


ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কখনো কখনো এটি ১৩৫ কিলোমিটার পর্যন্ত গতিতে উপকূলের ১৩টিসহ ১৮ জেলায় তাণ্ডব চালাতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী।

 

এছাড়া রোববার ভোর থেকে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে শুরু করবে। সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। 


প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের কারণে ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। রোববার ভোরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়ার প্রস্তুতি চলছে।