ঢাকা | বঙ্গাব্দ

মোংলায় যাত্রীবাহী ট্রলারডুবি

মোংলা ঘাসিয়া খালি চ্যানেলের মামার ঘাটে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে।
  • | ২৬ মে, ২০২৪
মোংলায় যাত্রীবাহী ট্রলারডুবি সংগৃহীত

মোংলা ঘাসিয়া খালি চ্যানেলের মামার ঘাটে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। আজ রোববার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।


জানা গেছে, এ ঘটনায় একজন শিশু নিখোঁজ রয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১২ জন। আর ভর্তি রয়েছে ৩ জন। তারা সবাই মোংলার ইপিজেড এলাকায় চাকরি করেন। 


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইপিজেড ছুটি দেয়ার পর সবাই বাসায় ফিরছিল। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুইটি টলারের দুর্ঘটনা ঘটেছে। তবে এঘটনায় কয়জন নিখোঁজ রয়েছে, তা সঠিকভাবে জানাতে পারেনি কেউ।


খবর পেয়ে স্থানীয় ডুবরি দল, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।

 

মোংলা উপজেলার নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, ট্রলার দূর্ঘটনার পরপরই খোঁজ খবর নেয়া হচ্ছে। কোন যাত্রী নিখোঁজ আছে কিনা, এ ব্যাপারে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস তল্লাশি চালিয়ে যাচ্ছে।