ঢাকা | বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় মোদির বৈঠক

বঙ্গোপসাগরে গত সপ্তাহে সৃষ্টি হয় নিম্নচাপ, গতকাল দুপুরে এটি গভীর নিম্নচাপে রূপ নেয়। এরপর সন্ধ্যায় রূপ নেয় ঘূর্ণিঝড়ে। রোববার সকালে এটি পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে।
  • | ২৬ মে, ২০২৪
ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় মোদির বৈঠক ঘূর্ণিঝড় বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করেন মোদি

প্রবল ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির প্রভাবে করণীয় নিয়ে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার (২৬ মে) ঘূর্ণিঝড় বিষয়ক এ বৈঠকে সভাপতিত্ব করেন মোদি।

আজ মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি স্থান দিয়ে প্রবল এ ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বাংলাদেশের মোংলার পাশ দিয়ে ঘূর্ণিঝড়টি যাবে।

বাংলাদেশ ও উপকূলে যখন ঘূর্ণিঝড়টি আঘাত হানবে তখন এটির গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। আর ঝড়টির ঝড়ো বাতাসের গতি থাকবে ১৩৫ কিলোমিটার।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে সরছে এবং এটি আরও উত্তরে সরতে থাকবে এবং ঘূর্ণিঝড়টির মূল আঘাত হতে পারে বাংলাদেশের মোংলা।

বঙ্গোপসাগরে গত সপ্তাহে সৃষ্টি হয় নিম্নচাপ, গতকাল দুপুরে এটি গভীর নিম্নচাপে রূপ নেয়। এরপর সন্ধ্যায় রূপ নেয় ঘূর্ণিঝড়ে। রোববার সকালে এটি পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ৬ ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে প্রবল এ ঘূর্ণিঝড়টি।

সূত্র: হিন্দুস্তান টাইমস