বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পদে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। আগামী ১১ জুন থেকে এ নিয়োগ কার্যকর হবে। আজ রোববার (২৬ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর বলেছে, আগামী ১১ জুন বিকেল থেকে এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ থেকে নতুন বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ করা হয়েছে।
বর্তমানে বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান। ১১ জুন তিনি অবসরে যাবেন।