ঢাকা | বঙ্গাব্দ

রিমালের তাণ্ডবে সারাদেশের ৪৮ শতাংশের বেশি মোবাইল সাইট ‘অচল’

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারাদেশে ৪৮.৭১ শতাংশ মোবাইল ফোনের সাইট ‘অসচল’ হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।
  • | ২৭ মে, ২০২৪
রিমালের তাণ্ডবে সারাদেশের ৪৮ শতাংশের বেশি মোবাইল সাইট ‘অচল’ ফাইল ছবি

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারাদেশে ৪৮.৭১ শতাংশ মোবাইল ফোনের সাইট ‘অসচল’ হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।


বিটিআরসির হিসাব অনুযায়ী সোমবার বিকাল চারটা পর্যন্ত ৬৪ জেলার ৪৮.৭১ শতাংশ মোবাইল অপারেটরদের সাইট ‘অসচল’।


প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে প্রায় এক কোটি ৩১ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মূলত বিদ্যুৎ না থাকায় মোবাইল টাওয়ারগুলো অচল।


মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস অব বাংলাদেশ (এমটব) সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।বিটিআরসির হিসাব বলছে, সোমবার বিকাল চারটা পর্যন্ত সারা দেশের ২২ হাজার ২১৮টি সাইট অসচল ছিলো।


এমটব জানিয়েছে, নেটওয়ার্ক দ্রুত ফিরিয়ে আনতে মোবাইল অপারেটররা বিদ্যুৎ কর্তৃপক্ষ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।