ঢাকা | বঙ্গাব্দ

ফরিদগঞ্জ থানার ওসি প্রত্যাহার

চাঁদপুরের ফরিদগঞ্জসহ দেশের ৫টি থানায় কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
  • | ২৭ মে, ২০২৪
ফরিদগঞ্জ থানার ওসি প্রত্যাহার ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম

চাঁদপুরের ফরিদগঞ্জসহ দেশের ৫টি থানায় কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (২৭ মে) ইসির একজন উপসচিব সাক্ষরিত চিঠিতে এই আদেশ দেওয়া হয়।


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করার স্বার্থে এই ৫ জনকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। এদের মধ্যে রয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।


নির্বাচন কমিশন (ইসি)র উপসচিব মিজানুর রহমান সাক্ষরিত এই আদেশে বলা হয়, আগামী মঙ্গলবারের (২৮ মে) মধ্যে প্রত্যাহার কার্যকর করে ৫ থানার ভারপ্রাপ্তকে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যুক্ত করে আদেশ কার্যকর করতে হবে।


এদিকে, চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এরইমধ্যে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্তকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদে দায়িত্ব পালনের আদেশ দেয়া হয়েছে। তবে এই দায়িত্ব আগামী ৩১ মে পর্যন্ত তাকে পালন করতে হবে।


জানা গেছে, বুধবার (২৯ মে) চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন ইভিএম মেশিনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।