ঢাকা | বঙ্গাব্দ

জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা

গুলি করে হত্যা করা হয়েছে হলিউড অভিনেতা জনি ওয়াক্টরকে। গত ২৫ মে ভোররাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাউনটাউনে তাকে হত্যা করা হয়।
  • | ২৮ মে, ২০২৪
জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা সংগৃহীত

গুলি করে হত্যা করা হয়েছে হলিউড অভিনেতা জনি ওয়াক্টরকে। গত ২৫ মে ভোররাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাউনটাউনে তাকে হত্যা করা হয়। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল ৩৭।


লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র জাডের শ্যাভেস বলেন, ভোর ৩টা ২৫ মিনিটে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পিকো বুলেভার্ডের রাস্তায় একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল তিন চোর। এসময় জনির সঙ্গে চোরদের হাতাহাতি হলে তাকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অভিনেতাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


৩৭ বছর বয়সী এ অভিনেতা ‘জেনারেল হাসপাতাল’র ব্র্যান্ডো করবিনের ভূমিকায় অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন।


ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, শনিবার লস অ্যাঞ্জেলেসে গাড়িতে থাকা কনভার্টার তিনজন লোক চুরি করতে আসে। তাদের দেখে এগিয়ে যায় জনি। এসময় তার সঙ্গে চোরদের সঙ্গে কথা কাটাকাটির হয়। পরে ঘটনাস্থল ত্যাগ করার আগে চোরদের একজন জনিকে গুলি করে।


অভিনেতার মা পুলিশকে জানান, জনি অপরাধীদের থামানোর চেষ্টা করলে তারা এই অভিনেতাকে গুলি করে। এরপর দ্রুত জনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের টিম জনিকে মৃত বলে ঘোষণা করেন। 


পুলিশ এখনো ওই তিন ব্যক্তির কাউকে শনাক্ত করতে পারেনি।