রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। একমাত্র সিরিজে হারের পর এবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে দু’দলের এই লড়াই।
ম্যাচের আগে ডালাসের নেটে অনুশীলন করেছে টিম টাইগার্স। নিজ সামর্থ্যের প্রমাণ দিতে দাপুটে জয় চায় বাংলাদেশ। অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন লিটন ও শান্ত। নেটের বাইরে আলাদা করে অনুশীলন করেছেন দুই টপ অর্ডার ব্যাটার। এছাড়া, লিটন যখন ব্যাট করছিলেন নেটে পেছনে কিপিং করছিলেন অনীক। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন দুই সিনিয়র রিয়াদ ও সাকিব।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে কেমন হবে একাদশ সে নিয়ে লম্বা বৈঠক করেছেন চান্দিকা হাথুরুসিংহে ও নাজমুল শান্ত। যেখানে সবচেয়ে বড় সুখবর বল হাতে তাসকিনের ফেরা। যদিও ছোট রান-আপে তাসকিনের পুরো রিদমে ফিরতে আরও কিছুটা সময় লাগবে তবে সহ-অধিনায়কের ফিট হওয়া নিঃসন্দেহে লাল সবুজ বাহিনীকে দেবে বাড়তি আত্মবিশ্বাস।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলে নিজেদের পরখ করার সুযোগ পাবেন শান্ত-লিটনরা।