আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খুব অল্প সময়ে চমক দেখাচ্ছে নামিবিয়া, যুক্তরাষ্ট্র, নেপালের মতো দেশগুলো। অথচ প্রতিবছর বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেও পিছিয়ে আছে বাংলাদেশ। মূল সমস্যাটা ব্যাটিংয়ে। ইম্প্যাক্ট ক্রিকেটের যুগে লাল সবুজের প্রতিনিধিরা খেলে যাচ্ছে মন্থর ধাঁচে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, দেশের মাটিতে ভালো উইকেটে না খেলার কারণেই স্ট্রাইকরেটে উন্নতি করতে পারছে না টাইগাররা।
২০০৭ থেকে আজ পর্য্যন্ত্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরেই খেলেছে বাংলাদেশ। তবে অর্জনের খাতা বলতে গেলে শূন্য। প্রতি আসর থেকেই বাজেভাবে বিদায় নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। দরজায় কড়ে নাড়ছে আরেকটি বিশ্ব আসর। এবারও টাইগারদের নিয়ে খুব একটা প্রত্যাশা রাখা যাচ্ছে না। কারণ আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ হেরেছে শান্ত বাহিনী। চরম হতাশ করেছে ব্যাটাররা।
এর আগে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। কিন্তু সে সিরিজেও চিন্তায় ফেলেছিল টাইগারদের মন্থর ব্যাটিং।
সম্প্রতি বার্তা সংস্থা এএফপি শান্তর একটি সাক্ষাতকার প্রকাশ করেছে। যেখানে নিজেদের মন্থর ব্যাটিংয়ের জন্য দেশের মাটিতে ভালো উইকেটে না খেলাকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন তিনি।
শান্ত বলেন, ‘প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। কেউ কেউ অজুহাত মনে করতে পারেন তবে এটা বাস্তব যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলতে পারি।’
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব আসরে মোট অংশ নিচ্ছে ২০ দল। যেখানে অধিনায়কদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে কম স্ট্রাইক রেটের তালিকায় ১৯ নম্বরে শান্ত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট ১১১.০৬। স্কোয়াডে থাকা তাওহিদ হৃদয়ের স্ট্রাইকরেট সবচেয়ে বেশি ১৩১.৫৯। আর সাকিব আল হাসান, লিটন দাস ও সৌম্য সরকারদের মতো অভিজ্ঞদের স্ট্রাইকরেট ১৩০ এর নিচে। অথচ এবারের বিশ্বকাপে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের, নামিবিয়া, নেপালের মতো ছোট দলগুলোর ব্যাটারদের স্ট্রাইকরেট ১৪০ এর ওপর।
শান্ত জানান, স্ট্রাইকরেটে উন্নতি আনতে হলে ভালো উইকেটে অন্তত এক-দুই বছর খেলতে হবে। তিনি বলেন, ‘ছয় মাসে কোনো কিছু বদলানো কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক বা দুই বছর ধরে খেলি তাহলে স্ট্রাইকরেট উন্নতি হবে।’
বিশ্বকাপের উদ্দেশে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার আগে সাক্ষাতকারটি দিয়েছিলেন শান্ত। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের যাত্রা। তার আগে আজ রাতে যুক্তরাষ্ট্র ও ১ জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে শান্ত বাহিনী।