ঢাকা | বঙ্গাব্দ

ফিলিপাইনে মৌসুমি ঝড় ইউইনিয়ারের আঘাত, নিহত ৭

ইউইনিয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২৭ হাজার মানুষ। এছাড়া ঝড়ের কারণে দেশটির অন্তত ৩টি বিমানবন্দর ও ৯টি সমুদ্র বন্দর রোব ও সোমবার বন্ধ ছিল।
  • | ২৮ মে, ২০২৪
ফিলিপাইনে মৌসুমি ঝড় ইউইনিয়ারের আঘাত, নিহত ৭ ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার পর্যন্ত ওঠে

ফিলিপাইনে মৌসুমি ঝড় ইউইনিয়ারের আঘাতে অন্তত ৭ জন নিহত হয়োছেন। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পৃথক এক বিবৃতিতে প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র জানিয়েছেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুরোদমে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে ।

রোববার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর ওপর দিয়ে বয়ে গেছে মৌসুমি ঝড় ইউইনিয়ার। যেসব অঞ্চলের ওপর দিয়ে ইউইনিয়ার গেছে, ঝড়ের সময় সেসব অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার পর্যন্ত ওঠে বলে জানা গেছে দেশটির আবহাওয়া দপ্তর সূত্রে।

নিহতদের ৭ জনের মধ্যে একজন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিসামিস ওরিয়েন্টাল প্রদেশের। ১৪ বছর বয়সী ওই কিশোরী মারা গেছে গাড়ির ওপর উপড়ে পরা গাছের আঘাতে। বাকি ৬ জন রাজধানী ম্যানিলার নিকটবর্তী কুয়েজোন প্রদেশের। এই নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং তিন জন নারী। তাদের সবার বয়স ২২ বছর থেকে ৫৬ বছরের মধ্যে।

প্রসঙ্গত, ভৌগলিক অবস্থানের কারণে প্রত্যেক গ্রীষ্মকালে ব্যাপক ঝড়-বৃষ্টির মুখে পড়তে হয় ফিলিপাইনকে। সাধারণভাবেই প্রতি বছর গড়ে ২০টি ঝড়-ঘূর্ণিঝড় বয়ে যায় দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটির ওপর দিয়ে।

চলতি গ্রীষ্ম মৌসুমে প্রথম ঝড় হিসেবে ফিলিপাইনে আঘাত হানল ইউইনিয়ার। আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর বর্তমান ঝড়টি জাপানের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

মঙ্গলবারের বিবৃতিতে ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র জানিয়েছেন, ইউইনিয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২৭ হাজার মানুষ। এছাড়া ঝড়ের কারণে দেশটির অন্তত ৩টি বিমানবন্দর ও ৯টি সমুদ্র বন্দর রোব ও সোমবার বন্ধ ছিল।

সূত্র : রয়টার্স