বেসরকারি একটি ব্যাংক টিকিটের টাকা আটকে রাখায় হজ পালন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৬৮২ জন হজযাত্রীর। সমস্যা সমাধানে দুই দফা লিখিত নির্দেশ দিয়েও সমাধান পায়নি ধর্ম মন্ত্রণালয়।
তারপরও মন্ত্রী বলছেন, অবিলম্বে সমস্যার সমাধান হবে।
বাংলাদেশ থেকে এবার হজে যাচ্ছেন ৮৫ হাজারের বেশি মুসল্লি। এখন পর্যন্ত হজযাত্রা নিয়ে বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে ৬৮২ জনের হজযাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বেসরকারি একটি ব্যাংক হজযাত্রীদের টাকা আটকে রাখায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় থেকে দুই দফা টাকা ছাড় করতে লিখিত দেয়ার পরও, অর্থছাড় করেনি প্রিমিয়ার ব্যাংক। জানা গেছে, আকবর হজ গ্রুপ এবং নর্থ বেঙ্গল হজ ট্যুরস নামের দুটি এজেন্সির গাফিলতির কারণেই তৈরি হয়েছে এ সংকট। আকবর গ্রুপের হাতে ছিল ৪২৮ জন হজযাত্রী আর বাকিরা নর্থ বেঙ্গল ট্যুরস-এর হাতে। সব মিলিয়ে হজযাত্রীদের উড়োজাহাজের টিকিট বাবদ ১৩ কোটি ২৮ লাখ টাকা প্রিমিয়ার ব্যাংকে জমা আছে।
নিয়মানুযায়ী সেই টাকা দিয়ে টিকিট হওয়ার কথা ছিল অনেক আগেই। কিন্তু ব্যাংকের তরফে অর্থছাড় না করায় সেটি ঝুলে আছে। ধর্ম মন্ত্রণালয়ের দুই দফা চিঠিরও কোনো উত্তর দেয়নি ব্যাংকটি।
গত মঙ্গলবার (২৮ মে) বিকেলে পল্টনে আকবর হজ গ্রুপের মূল অফিসে গণমাধ্যমকর্মীরা যায়, পরে ঐ কর্মকর্তারা জানিয়েছেন, আকবর গ্রুপের কাছে প্রিমিয়ার ব্যাংকের মোটা অঙ্কের ঋণ আছে। সেই টাকা শোধ না করায় হয়তো হাজিদের টাকা আটকে দিয়েছে ব্যাংকটি।
অবশ্য ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের আশা, অবিলম্বে সমস্যার সমাধান হবে।তিনি বলেন, টেনশন করার কোনো কারণ নেই। এরইমধ্যে সব ভিসা সম্পন্ন হয়েছে।
এদিকে সমস্যার কথা স্বীকার করে আশ্বাস বাণী শুনিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদত হোসাইন তসলিমও। তিনি বলেন, শঙ্কার কিছুই নেই।
উল্লেখ্য, গত ৯ মে শুরু হয়েছে এ বছরের প্রথম হজ ফ্লাইট। হজযাত্রার শেষ ফ্লাইট আগামী ১২ জুন।