ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, দক্ষিণ গাজায় লড়াইয়ের সময় তাদের অন্তত তিন সেনা নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে সামরিক অভিযানের সময় ইসরায়েলি তিন সেনা নিহত ও আরও তিন সেনা গুরুতর আহত হয়েছেন।
তবে এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সরকারি বেতার ক্যান রেডিও বলেছে, রাফাহর একটি ভবনে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে ওই সেনারা হতাহত হয়েছেন।
আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে রাফায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামাস যোদ্ধাদের সর্বশেষ ঘাঁটি ধ্বংস ও জিম্মিদের উদ্ধারের লক্ষ্যে এই অভিযান শুরু করেছে ইসরায়েল।
প্রায় ৮ মাস ধরে ইসরায়েল-হামাস যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকার ১০ লাখের বেশি শরণার্থী জীবন বাঁচাতে পালিয়ে রাফায় আশ্রয় নিয়েছেন। সেখানে অত্যন্ত জরাজীর্ণ পরিস্থিতিতে তাঁবু টানিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ইসরায়েলি সামরিক অভিযানের কারণে সেখানে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারছে না।
মঙ্গলবার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র পুনরায় রাফাহদে ইসরায়েলের বড় ধরনের স্থল অভিযানের বিরোধিতা করেছে। একই সঙ্গে সেখানে এই ধরনের কোনও অভিযান চলছে বলেও মনে করে না যুক্তরাষ্ট্র।
সূত্র: রয়টার্স, এএফপি