ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের সমুদ্র থেকে ছোড়ার ‘গদর ক্ষেপণাস্ত্র’ দিয়েছে ইরান। এটি একটি মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থাটি দাবি করেছে, ইয়েমেন ও এর আশপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রভাবের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় হুমকি হয়ে দাঁড়াবে।
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মানদাব প্রণালী এবং এডেন উপসাগরে চলাচলরত ইসরায়লি জাহাজে হামলা চালিয়ে আসছে।
হুথিরা জানিয়েছে, ফিলিস্তিনিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এসব বর্বরতা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তারা ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
সূত্র: আল জাজিরা