ঢাকা | বঙ্গাব্দ

বন্ধ থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ

থাইল্যান্ডের ইতালিয়ান থাইয়ের শেয়ার চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোর কাছে হস্তান্তরে স্থিতাবস্থা থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
  • | ৩০ মে, ২০২৪
বন্ধ থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ফাইল ছবি

থাইল্যান্ডের ইতালিয়ান থাইয়ের শেয়ার চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোর কাছে হস্তান্তরে স্থিতাবস্থা থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।


দেনা-পাওনা নিয়ে থাই ও চায়না কোম্পানির বিরোধ সিঙ্গাপুরের আরবিট্রেশন সেন্টারে প্রথম মিটিং হওয়া পর্যন্ত এই স্থিতাবস্থা বজায় থাকবে। মীমাংসা না হলে ফের তিন মাস পর জানাতে হবে আপিল বিভাগকে।


আজ বৃহস্পতিবার (৩০ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।


আদালতে ইতালিয়ান থাই কোম্পানির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আর চাইনিজ কোম্পানির পক্ষে লড়েন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।


শুনানির একপর্যায়ে আইনজীবীদের উদ্দেশে বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘আপনারা সবাই কোম্পানির পক্ষে, দেশের পক্ষে কেউ নাই। আদালত চায় প্রজেক্টটা সুন্দরভাবে চলুক।’

 

পরে আদালত আদেশে বলেন, সিঙ্গাপুরে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি আদালতের প্রথম বৈঠক পর্যন্ত স্থিতাবস্থা থাকবে শেয়ার হস্তান্তর।


এমন আদেশের ফলে, বন্ধ থাকবে দুই বিদেশি ব্যাংকের অর্থছাড়। ফলে কাজ বন্ধই থাকছে।


এর আগে গত ১৬ মে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান-থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের ওপর দুই সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ।


এই প্রজেক্টে থাইল্যান্ডভিত্তিক কোম্পানি ইটাল-থাইইয়ের ৫১ শতাংশ আর চাইনিজ শ্যানডং ইন্টারন্যাশনাল ও সিনো-হাইড্রো করপোরেশনের যৌথ মালিকানায় বাকি ৪৯ শতাংশ।