ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন কোস্ট গার্ড

ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।
  • | ৩০ মে, ২০২৪
ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন কোস্ট গার্ড ফাইল ছবি

ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। এছাড়া ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও চিকিৎসা সেবাও দিয়েছে কোস্ট গার্ড।


আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন-অর-রশীদ এসব তথ্য জানান।


তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার দায়িত্বপূর্ণ উপকূল ও চরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় সবসময় পাশে থাকে।


সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালের পূর্বাভাসের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ কোস্ট গার্ড সকল উপকূল এলাকায় সাধারণ জনগণ, মৎস্যজীবী ও জলযান সমূহকে সতর্ক করা, প্রচারণা ও লিফলেট বিতরণ, জেলেদের সমুদ্রের গমনে নিরুৎসাহিত করার পাশাপাশি সকলকে আশ্রয় কেন্দ্রে গমনের জন্য অনুপ্রাণিত করেছে।