ঢাকা | বঙ্গাব্দ

দুদিন আগেই গোপনে দেশে ফিরলেন সাকিব

যুক্তরাষ্ট্র থেকে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সাকিব আল হাসানের ফেরার কথা ছিল ৩০ এপ্রিল
  • | ২৯ এপ্রিল, ২০২৪
দুদিন আগেই গোপনে দেশে ফিরলেন সাকিব সাকিব আল হাসান

যুক্তরাষ্ট্র থেকে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সাকিব আল হাসানের ফেরার কথা ছিল ৩০ এপ্রিল। গতকাল দল ঘোষণার পর নির্বাচক হান্নার সরকার নিশ্চিত করেছিল বিষয়টি। তবে সবাইকে অবাক করে দিয়ে দুইদিন আগেই ঢাকা ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।  

জানা গেছে, গতকাল (২৮ এপ্রিল) রাতেই ঢাকায় ফেরেন সাকিব। তার ঘনিষ্ঠ একটি মহল জানিয়েছে, দেশে ফিরে নিজ শহর মাগুড়ায় চলে গেছেন তিনি।

আগে দেশে ফিরলেও আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে সাকিব খেলবেন কিনা, তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কেউ তা নিশ্চিত করে জানাতে পারেননি।

এর আগে নির্বাচক হান্নান সরকার জানান, জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজে মাঠে নামার আগে প্রস্তুতি নিতে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ খেলতে চান সাকিব। তাই তাকে সিরিজের প্রথম তিন ওয়ানডেতে রাখা হয়নি।