ঢাকা | বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতির আহ্বান রেডক্রস ও রেড ক্রিসেন্টের

আইএফআরসির প্রেসিডেন্ট কেট ফর্বস ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এক সাক্ষাৎকারে বলেছেন, ত্রাণ গাজায় প্রবেশের জন্য আমাদের একটি আশু রাজনৈতিক সমাধান প্রয়োজন।
  • | ৩০ মে, ২০২৪
গাজায় যুদ্ধবিরতির আহ্বান রেডক্রস ও রেড ক্রিসেন্টের রাফাহতে হামলা শুরুর আগে আশ্রয় নেয় ১০ লাখেরও বেশি মানুষ

গাজায় যুদ্ধবিরতি ও অবাধে ত্রাণ প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। খবর রয়টার্সের।

আইএফআরসির প্রেসিডেন্ট কেট ফর্বস ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এক সাক্ষাৎকারে বলেছেন, ত্রাণ গাজায় প্রবেশের জন্য আমাদের একটি আশু রাজনৈতিক সমাধান প্রয়োজন। আমাদেরকে প্রবেশের সুযোগ পেতে হবে। আর তা পেতে হলে যুদ্ববিরতি হতে হবে।

আইএফআরসি প্রেসিডেন্ট জানান, ফেব্রুয়ারিতে রাফাহ পরিদর্শনে গিয়ে তিনি খুব খারাপ পরিস্থিতি দেখেছেন। রাফাহতে ইসরায়েলের হামলা শুরুর আগে সেখানে আশ্রয় নেয় গাজার অন্যান্য অংশ থেকে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি মানুষ।

তিনি বলেন, সেখানে মানুষের থাকার জন্য যথেষ্ট আবাসন ব্যবস্থা ছিল না। পানি ছিল না। যথেষ্ট স্যানিটেশন টয়লেট ছিল না। আমরা একটি হাসপাতাল দেখেছি যেখানে কোনো যন্ত্রপাতি ছিল না। আরও দুঃখজনক, যেটা ভয় করেছি সেটাই হয়েছে, সেখানে যথেষ্ট খাবারও ছিল না।